Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

সেবা সমুহঃ  আনসার ভিডিপি একটি প্রশিক্ষণধর্মী সংগঠন। পস্নাটুনভুক্ত সদস্য-সদস্যাদের সাধারণ আনসার/ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ প্রদান করা হয়। (মটর ড্রাইভিং, মোবাইলফোন মেরামত, গামেন্টস) বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠানে আনসার অঙ্গীভুতকরন। সেচ্ছাসেবী সংগঠন  হিসেবে জেলা/উপজেলা প্রশাসন এর আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগীতা করা।

 

কি ভাবে সেবা পাবেনঃ 

 

প্রশিক্ষণঃ আনসার ও ভিডিপি সদস্য-সদস্যাগণ ইউনিয়ন/উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের মাধ্যমে উপজেলা কোটা মোতাবেক নড়াইল জেলা/আনসার ভিডিপি একাডেমী/ভিটিসি গাজীপুরে তাদের এ সকল প্রশিক্ষণ প্রদান করা হয়ে থাকে ।

 

আনসার প্যানেলঃ  আনসার ও ভিডিপি সদর দপ্তর হতে প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্য-সদস্যাদের প্যানেল তালিকা তৈরী করার অনুমোদন প্রাপ্তির পর রেঞ্জ কার্যালয়ের প্রতিনিধির উপস্থিতে জেলা কমান্ড্যান্ট আনসার অঙ্গীভুত নীতিমালা মোতাবেক প্যানেল তালিকা প্রস্ত্তত করে সদর দপ্তরে প্রেরন করা হয় ।

 

নতুন গার্ডে আনসার অঙ্গীভুতকরনঃ  বিভিন্ন সরকারী এবং বেসরকারী সংস্থার চাহিদার ভিত্তিতে  প্যানেলভুক্ত আনসারদের সদর দপ্তরের অনুমোদনের প্রেক্ষেতে  অঙ্গীভুত নীতিমালা মোতাবেক নতুন গার্ডে আনসার অঙ্গীভুত করা হয়ে থাকে।