কি সেবা কিভাবে পাবেন
ক্রমিকনং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
সেবা গ্রহণের যোগ্যতা ও প্রয়োজনীয় কাগজপত্র |
(১) |
(২) |
(৩) |
(৪) |
১. |
সরকারি/বেসরকারী সংস্থার নিরাপত্তার জন্য সশস্ত্র/নিরস্ত্র অংগীভুত আনসার মোতায়েন। |
প্রত্যাশি সংস্থা কর্তৃক জেলা কার্যালয় হতে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ পূর্বক পূরণ করে অত্রকার্যালয়ে দাখিল করতে হবে। সংশ্লিষ্ট উপজেলা আ/ভি কর্মকর্তা ও জেলা কমান্ড্যান্ট-এর সন্তোষজনক মতামতের ভিত্তিতে সদর দপ্তরের অনুমতিক্রমে আনসার মোতায়েন করা হবে। |
ক) বেসরকারী সংস্থার ক্ষেত্রে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হবে। খ) সরকারী সংস্থার ক্ষেত্রে গুরম্নত্বপূর্ণ কেপিআই হতে হবে। গ) সংশ্লিষ্ট সংস্থায় আনসারদের আবাসন, টয়লেট, গোসলখানা, রান্নারসু-ব্যবস্থা থাকতে হবে। ঘ) বিধি মোতাবেক মাসিক বেতন ও উৎসব ভাতা প্রদান করতেহবে। ঙ) খেলাধুলা ও চিত্তবিনোদনের ব্যবস্থা থাকতে হবে। |
২. |
বিভিন্ন প্রকার পেশাভিত্তিক ও কারিগরি প্রশিক্ষণ প্রদানঃ ক) ইলেকট্রিশিয়ান প্রশিক্ষণ খ) ফ্রিজ ও এয়ারকন্ডিশনার মেরামত প্রশিক্ষণ গ) সেলাইওফ্যাশনডিজাইন ঘ) সোয়েটারনেটিং ঙ) ওভেনমেশিনঅপারেটিং চ) মোবাইল ফোনসেট মেরামত ছ) মোটরড্রাইভিংপ্রশিক্ষণ জ) অটোমেকানিক্সপ্রশিক্ষণ ঝ) রেফ্রিজারেটর এ্যান্ড এয়ারকন্ডিশনিং প্রশিক্ষণ ঞ) ইলেকট্রিক্যাল হাউজ ওয়ারিং প্রশিক্ষণ ট) মোবাইল ফোন সার্ভিসিং ঠ) পস্নাম্বিং এন্ড পাইপ ফিটিং প্রশিক্ষণ ড) ওয়েল্ডিং ৪জি প্রশিক্ষণ ঢ) ম্যাশনারি অ্যান্ড রডবাইন্ডিং প্রশিক্ষণ ণ) কনস্ট্রাকশন পেইন্টিং প্রশিক্ষণ ত) টাইলসসেটিংপ্রশিক্ষণ |
আগ্রহী প্রশিক্ষণার্থীদের সংশ্লিষ্ট উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে গমনপূর্বক আগ্রহী ট্রেডের জন্য আবেদন করতে হবে ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট অফিসে জমা করতে হবে। |
ক) ভিডিপি মৌলিক প্রশিক্ষন প্রাপ্ত হতে হবে। খ) নাগরিকত্ব সনদপত্র থাকতে হবে। গ) শিক্ষাগত যোগ্যতা- সর্বনিম্ন ৮ম শ্রেনি পাশ হতে হবে। ঘ) জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। ঙ) বয়স ১৮-২০বছর। |
৩. |
৭০দিন মেয়াদী ৪টি ধাপে কম্পিউটার প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা) প্রতি ধাপে প্রশিক্ষণার্থী ৩০জন |
আগ্রহী প্রশিক্ষণার্থীদের সংশ্লিষ্ট উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে গমনপূর্বক আগ্রহী ট্রেডের জন্য আবেদন করতে হবে ও প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট অফিসে জমা করতে হবে। |
ক) ভিডিপি মৌলিক প্রশিক্ষন প্রাপ্ত হতে হবে। খ) নাগরিকত্ব সনদপত্র থাকতে হবে। গ) শিক্ষাগত যোগ্যতা- সর্ব নিম্ন এসএসসি। ঘ) জাতীয়পরিচয়পত্রথাকতেহবে। |
৪. |
গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)
|
আগ্রহী প্রশিক্ষণার্থীদের সংশ্লিষ্ট ইউনিয়ন দলনেতা/দলনেত্রীর নিকট গমন পূর্বক আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র জমা করতে হবে। উপজেলা অফিসারের নেতৃত্বে কমিটি কর্তৃক যাচাই-বাছাই এর পর যোগ্য প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। |
ক) শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেনি। খ) বয়স-১৮-৩০বছর হতে হবে। গ) সাজাপ্রাপ্ত/দন্ডিত ও মামলায় জড়িত হওয়া যাবেনা। ঘ) স্থানীয় চেয়ারম্যান/ মেম্বর/ কাউন্সিলার কর্তৃক নাগরিগত্ব ও চারিত্রিক প্রত্যয়ন পত্র। ঙ) স্বেচ্চাসেবায় আগ্রহী হতেহবে। |
৫ |
জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ ও মহিলা)
|
আগ্রহী প্রশিক্ষণার্থীদের সংশ্লিষ্ট উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে গমন পূর্বক আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট অফিসে জমা করতে হবে। জেলা কার্যালয়ে কমিটি কর্তৃকযাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। |
ক) ভিডিপি প্লাটুনভুক্ত সদস্য/সদস্যা হতে হবে। খ) শিক্ষাগত যোগ্যতা ৮ম শ্রেনি। গ) বয়স-১৮-৩০বছর হতে হবে। ঘ) সাজাপ্রাপ্ত/দন্ডিত ও মামলায় জড়িত হওয়া যাবেনা। ঙ) স্থানীয় চেয়ারম্যান/ মেম্বর/ কাউন্সিলার কর্তৃক নাগরিগত্ব ও চারিত্রিক প্রত্যয়নপত্র। চ) স্বেচ্চা সেবায় আগ্রহী হতেহবে। |
৬. |
সাধারন আনসার মৌলিক প্রশিক্ষণ |
আগ্রহী প্রশিক্ষণার্থীদের সংশ্লিষ্ট উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে গমন পূর্বক আবেদন করতে হবে। প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট অফিসে জমা করতে হবে। জেলা কার্যালয়ে কমিটি কর্তৃক যাচাই-বাছাইয়ের মাধ্যমে যোগ্য প্রশিক্ষণার্থী নির্বাচন করা হবে। |
ক) ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। খ) উচ্চতা ৫ফিট-৬ইঞ্চি সর্বনিম্ন ৮ম শ্রেনি পাশ (এসএসসি পাশ ও অধিক উচ্চতাধারী হলে অগ্রাধিকার পাবে)। গ) দৃষ্টিশক্তি-৬/৬। ঘ) বয়স-১৮-২৫ বছর হতে হবে। অধিক উচ্চতা সম্পন্নদের অগ্রাধিকার দিতে হবে। ঙ) সাজাপ্রাপ্ত/দন্ডিত ও মামলায় জড়িত হওয়া যাবেনা। চ) মেডিকেল ফিটনেস সনদ থাকতে হবে। ছ) নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র থাকতে হবে। |
৭. |
প্রত্যয়নপত্র ইস্যু |
আগ্রহী সেবা গ্রহীতাকে জেলা কার্যালয়ে আবেদন করতে হবে। এ সংক্রান্ত সকল প্রয়োজনীয় কাগজ পত্রের মূলকপি আবেদন পত্রের সাথে জমা দিতে হবে। |
ক) মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা হতে হবে। খ) সংশ্লিষ্ট উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার আবেদন পত্রের উপর লিখিত সুপারিশ থাকতে হবে। গ) আবেদনপত্রের সাথে নিমেণাক্ত কাগজপত্রাদি জমা দিতে হবে। i) প্রশিক্ষণসনদপত্রেরফটোকপি। ii) চেয়ারম্যান কর্তৃক নাগরিকত্ব সনদপত্রের ফটোকপি। iii) জাতীয় পরিচয়পত্রের ফটোকপি। ছ) উপরোক্ত সকল কাগজ পত্রাদির মুলকপি সংঙ্গে আনতে হবে। |
৮. |
মৌলিক প্রশিক্ষণ প্রাপ্ত আনসার সদস্যদের চাকুরী এবং চাকুরী সংক্রামত্ম তথ্য প্রাপ্তি। |
প্যানেলভুক্ত আনসার সদস্যদের জেলা কমান্ড্যান্ট কর্তৃক মোবাইলে মেসেজ প্রদানের মাধ্যমে অফার প্রদান করা হয়। সংশ্লিষ্ট সদস্যের সম্মতি সাপেক্ষ সংস্থায় অংগীভুত করণ করা হয়। জেলা কমান্ড্যান্ট কর্তৃক চাকরী সংক্রামত্ম অন্যান্য সেবা প্রদান। |
ক) ৭০দিন মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। খ) সদর দপ্তর কর্তৃক প্রদত্ত স্মার্ট কার্ড থাকতে হবে। গ) এইচ আর এম সফ্টওয়ারে প্যানেলভুক্ত থাকতে হবে। |
৯. |
তৃণমূল পর্যায়ের ভিডিপি সদস্যদের আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন ক্রীড়া দলে অন্তর্ভূক্তি। |
বিভিন্ন খেলায় পারদর্শী ভিডিপি সদস্যদেরকে সংশ্লিষ্ট উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ে গমনপূর্বক পারদর্শী খেলার নাম উল্লেখ করে আবেদন করতে হবে। জেলা কার্যালয়ে অনুষ্ঠিত বাছাই কার্যক্রমে উত্তীর্ণ খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে প্রেরণ করা হবে। |
ক) ভিডিপি প্লাটুনভুক্ত সদস্য হতে হবে। খ) নাগরিকত্ব সনদপত্র থাকতে হবে। গ) সংশ্লিষ্ট খেলাধুলায় পারদর্শী হতে হবে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস